মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে, ফেসবুকের মতো শক্তিশালী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো করোনাভাইরাস ভ্যাকসিনের বিরুদ্ধে ভুল বা বিকৃত তথ্য পোস্টের অনুমোদন দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠিলে দিচ্ছে। ফেসবুকের মতো সামাজিক প্ল্যাটফর্মগুলোতে বিকৃত তথ্য প্রকাশ এবং এ সম্পর্কে তার বার্তাটি কী জিজ্ঞাসা করা হলে বাইডেন শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘তারা মানুষ হত্যা করছে। অথচ দেখুন, আমাদের মহামারিটি শুধুমাত্র টিকাহীনদের মধ্যেই বিরাজমান। আর তারা মানুষ হত্যা করছে।’
করোনা মহামারিতে ফেসবুক, টুইটার এবং গুগলের ইউটিউবসহ সামাজিক সাইটগুলোতে এ সংক্রান্ত জাল এবং বিকৃত সব তথ্য ছড়িয়ে পড়েছে। গবেষকরা এবং আইন প্রণেতারা বহু আগে থেকেই ফেসবুকের বিরুদ্ধে ক্ষতিকারক বিষয়বস্তুর বিষয়ে নজদারিতে ব্যর্থতার অভিযোগ করে আসছেন। তবে ফেসবুকের মুখপাত্র কেভিন ম্যাকএলিস্টার শুক্রবার বলেছেন, ‘সত্য দিয়ে সমর্থিত নয় এমন অভিযোগে আমরা বিভ্রান্ত হব না।’
এদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকিও বাইডেনের সাথে সুর মিলিয়ে ফেসবুকের সমালোচনা করেছেন। শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে তিনি বলেন, ‘অবশ্যই তারা পদক্ষেপ নিয়েছে। তারা একটি বেসরকারী খাত। তারা নিতে পারে এমন অতিরিক্ত পদক্ষেপগুলোও রয়েছে। এটা পরিষ্কার যে আরও অনেক পদক্ষেপ নেয়া যেতে পারে।’
এর আগে, বৃহস্পতিবার সাকি বলেন যে, বাইডেন প্রশাসন ফেসবুকের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে এবং সমস্যাযুক্ত পোস্টগুলোকে চিহ্নিত করছে। সাকি আরও বলেন যে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে করোনা ভ্যাকসিনের বিরুদ্ধে প্রায় ৬৫ শতাংশ ভুল তথ্য দেওয়ার জন্য ১২ জন দায়ী। মে’তে ওয়াশিংটন এবং লন্ডন ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ‘সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট’-এর অনুসন্ধানের এসুব তথ্য বেরিয়ে এসেছে। তবে ফেসবুক প্রতিষ্ঠানটির কর্মপন্থার বিরোধিতা করেছে।
কোভিড-১৯ এবং এর ভ্যাকসিন সম্পর্কে ভুল তথ্য প্রচারের ক্রমবর্ধমান হিড়িক নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন চিকিৎসক বিবেক মুর্থিও। বৃহস্পতিবার তিনি বলেছেন যে, এটি মহামারী মোকাবেলা এবং মানুষের জীবন বাঁচানো আরও কঠিন করে তুলেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন