শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে ফেসবুকে প্রশংসায় ভাসছেন সাকিব

এক ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ জয়

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ১১:৪১ পিএম

নিশ্চিত পরাজয়ের ম্যাচে সাকিব আল হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে টাইগাররা এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে অভিনন্দনে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জিম্বাবুয়ের মাটিতে একযুগ পর বাংলাদেশ এই সিরিজ জয়ে টাইগারদের প্রশংসা করেছেন ক্রিকেটপ্রেমীরা। ফেসবুকে অনেকেই সাকিব আল হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আজ দ্বিতীয় খেলায় ৩ উইকেটে জয় পায় বাংলাদেশ দল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঝলকে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ।

রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কঠিন পথ পাড়ি দিতে হয় টাইগারদের। মাত্র ৭৫ রানে চার নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে হারিয়ে যখন প্রায় দিশেহারা টাইগাররা, তখন বলা যায় খাদের কিনারা থেকেই দলকে টেনে তোলেন সাকিব।

টাইগারদের অভিনন্দন জানিয়ে রোহান রাজিব লিখেছেন, ‘‘সাকিবের অপরাজিত ৯৬ রানের দায়িত্বশীল ইনিংসে বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়। অনেকদিন পর দায়িত্বশীল ব্যাটিং দলের জন্য যেটা করার সেটা করেই মাঠ ছাড়ছেন সাথে সাইফের ভালো একটা সাপোর্ট! অভিনন্দন বাংলাদেশ।’’

সাকিবের ত্যাগের প্রশংসা করে তামিম বিন রুবেল লিখেছেন, ‘‘সাকিবের জন্য কষ্ট লাগছে এতটা কাছে গিয়েও ১০০করতে পারে নাই,,,,,সাকিব ইচ্ছে করলে ১ ওভার থাকতেই ম্যাচ জিতাতে পারতো, আর সাকিবের ১০০পূরণ হত,,বাট দলের এই বিপদের সময়,,, বাড়তি চাপ নেয় নাই,,,যদিও নিতেন তবে একটা দুর্ঘটনা ঘটতে পারতো,,ম্যাচ টা হাত ছাড়াও হয়ে যেত।,, ধন্যবাদ সাকিব কে,,,সুন্দর একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য।’’

এমএইচ মুজাম্মেল হাসান লিখেছেন, ‘‘সিরিজ জয়ের জন্য আমার ছেলেদের আলহামদুলিল্লাহ ও অভিনন্দন। ফর্ম অস্থায়ী তবে শ্রেণি স্থায়ী !! আমি বুঝতে পারি না শাকিব আল হাসানের কয়েকবার ব্যর্থ হলে লোকেরা কীভাবে কথা বলার সাহস করে ?? তিনি কিংবদন্তি এবং বাংলাদেশের পক্ষে চিরকাল কিংবদন্তি হয়ে থাকবেন। সম্মান। ভালই হয়েছে শাকিব, আমার ছেলে।’’

মাহমুদুল হাসান লিখেছেন, ‘‘অসাধারণ ছিলো খেলা। হ্যা অনেকেই বলবে জিম্বাবুয়ের সাথেই পারে শুধু কিন্তু এক সময় বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে জিতাও অনেক কঠিন ছিলো। বর্তমানে বাংলাদেশ অনেক এগিয়ে আছে সাবাস বাংলাদেশ। অসাধারণ ছিলো সাকিব ভাই আপনার ফর্মের জন্যই এত দিন অপেক্ষায় ছিলাম।ব্যবধানে ফেরেন লিটন-মিঠুন।’’

মুবারক ইমন অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘‘অভিনন্দন বাংলাদেশ টিমকে। কিন্তু খেলার মান মনে হয় দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। জিম্বাবুয়ের সাথে ২৪৪ রাতে জিততে গিয়ে ধোঁয়া বের হয়ে গেছে। বুঝলাম না এর কারণ কি?? আমরা জানতে চাই!’’

জুয়েল রানা লিখেছেন, ‘‘সাকিব বাংলাদেশ টিম কে কতটা ভালোবাসে আজকে সেটার প্রমাণ সাকিব চাইলে সেঞ্চুরি করতে পারতো কিন্তু সে নিজের চিন্তা করে নাই.. দলের চিন্তা করে সেই রিক্স নেই নাই।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন