রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নিকলীতে ক্রীড়াবিদের দাফন সম্পন্ন

রাষ্ট্রপতির শোক

নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২১, ১২:৩২ পিএম

কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর গ্রামের বুনিয়াদী পরিবারের মরহুম আব্দুল হাসিম(মুন্সী) ভুঞার ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদের (প্রথম ) চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক ভুঞার এম ,এ তাঁর ছোট ভাই এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এ, এম রুহুল কুদ্দুস ভুঞা ( জনির ) চাচা বান্দরবন জেলার ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহীম ভূঞা সাদের পিতা ,ক্রিড়াবিদ (ফুটবলার ) আলহাজ্ব মোঃ ইব্রাহীম ভুঞা (৬৭) গতকাল বুধবার (২১) জুলাই সন্ধায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকাস্থ মহাখালী ইম্পাল্স হাসপাতালে ইন্তেকাল করেছেন , ইন্না লিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । আজ বৃহস্প্রতিবার ( ২২ ) জুলাই বাদ জহুর মজলিশপুর বাজারে ভুঞা রাইস মিলের মাঠে জানাজা নামাজ অনুষ্টীত হয় ।রাতে ঢাকা থেকে মরহুমের লাশ বাড়িতে নিয়ে আসা হয় । এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সকালে শত শত মানুষ বাড়িতে মৃত লাশ দেখার জন্য আসতে শুরু করে । জানাজার মাঠে আলোচনায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডঃ আবু সাইদ ইমাম বলেন , ,ক্রিড়াবিদ আলহাজ্ব মোঃ ইব্রাহীম ভুঞা মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতি এডঃ আব্দুল হামিদ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন পাশা পাশি তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন । শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ (৫) নিকলী-বাজিতপুরের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন , জেলা আওয়ামি লীগের সভাপতি এডঃ কামরুল আহসান শাজাহান , জেলা পরিষদের চেয়ারম্যান এডঃ জিল­ুর রহমান । অন্যান্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন , উপজেলা ওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ইসহাক ভুঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ , জেলা পরিষদের সদস্য সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন , কারপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকি আমান খান , আওমী লীগ নেতা এডঃ আবু হানিফ , বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ , আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান , যুবলীগ নেতা আল আমিন প্রমুখ । এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সহ এলাকার শত শত গন্যমান্য ব্যাক্তিগন জানাজা নামাজে উপস্থিত হয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন । জানাজার নামাজ পড়ান মরহুমের ২য় ছেলে বান্দরবন জেলার ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহীম ভূঞা সাদ ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন