শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

পুড়ে গেছে একটি বাস

কমলাপুর বিআরটিসি’র বাস ডিপোতে আগুন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১২:০০ এএম

রাজধানীর কমলাপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) আন্তর্জাতিক বাস ডিপোতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ডিপোতে থাকা একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-৬৭৯২) পুড়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মতিঝিলের কমলাপুরের এই বাস ডিপোতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার দশ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরণের ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (জোন-৫) হাফিজুর রহমান বলেন, দশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে ২৫০টি বাস রয়েছে। লকডাউনের কারণে সবগুলো বাস পাশাপাশি পার্ক করা অবস্থায় ছিলো। তবে যে বাসে আগুন লেগেছিল শুধুমাত্র সে বাসটিই ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন