স্পোর্টস রিপোর্টার, গৌহাটি (ভারত) থেকে : একটি স্বর্ণ, দু’টি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জসহ মোট ছয়টি পদক জয় করে গৌহাটি-শিলং এসএ গেমস শেষ করলো বাংলাদেশ ভারোত্তোলন দল। গেমসের এবারের আসরে ৮ পুরুষ ও ৭জন মহিলাসহ মোট ১৫ জনের বাংলাদেশের ভারোত্তলক অংশ নেয়। ৮জন পুরুষের মধ্যে পদক পেয়েছে মাত্র একজন। তবে ৭জন মেয়ের মধ্যে ৫জনই পদক জিতেছেন। ১২তম এসএ গেমসের ভারোত্তলন ডিসিপ্লিনে মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জয় করেন মাবিয়া আক্তার সীমান্ত। তার হাত ধরেই এবারের আসরে প্রথম স্বর্ণপদক পায় বাংলাদেশ। এছাড়া মেয়েদের মধ্যে ৬৯ কেজি ওজন শ্রেণিতে রোকেয়া সুলতানা সাথী এবং ৫৮ কেজি ওজন শ্রেণিতে ফুলপতি চাকমা ৫৮ রৌপ্য পদক জয় করেন। আর ৪৮ কেজি শ্রেণিতে মোল্লা সাবিরা সুলতানা এবং ৭৫ কেজি শ্রেণিতে ফিরোজা পারভীন ব্রোঞ্জ পদক জয় করেন। মেয়েদের ৫ জন প্রতিযোগী পদক জিতলেও, ছেলেদের একমাত্র পদকটি জিতেন মোস্তাইন বিল্লাহ। ৬২ কেজি ওজন শ্রেণিতে একমাত্র ব্রোঞ্জ পদক জিতেন তিনি। বাংলাদেশ ভারোত্তলন দলের ফলাফল নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এবারের আসরে মেয়েরা ভালো করেছে। তাদের বেশ উন্নতি হয়েছে। সাত মেয়ের মধ্যে পাঁচজন স্বর্ণসহ মোট পাঁচটি পদক জিতেছে। আর ছেলেদের কাছ থেকে এসেছে মাত্র একটি ব্রোঞ্জ। আরও পদক পাওয়া উচিত ছিলো। যা হয়েছে তাতে আমরা খুশী।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন