করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী সর্বাত্মক ঈদ পরবর্তী ১৪দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনেও টাঙ্গাইলের সখিপুর উপজেলায় মাঠপর্যায়ে সচেতনতা বাড়ানো ও স্বাস্থ্যবিধি অমান্যে ভ্রাম্যমাণ আদালতের দুইটি টিমের অভিযান অব্যাহত রয়েছে।
আজ রবিবার (২৫ জুলাই) দিনব্যাপী সখিপুর নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী এবং সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন।এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী জানান স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্টে ২৬ টি মামলায় ৩২ হাজার ৭শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো জানান করোনা সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নের বিকল্প নেই।
মন্তব্য করুন