রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নিকলীতে লকডাউন চলছে জরিমানা কঠোর অবস্থানে প্রশাসন

নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ৭:১৬ পিএম

কিশোরগঞ্জের নিকলীতে করোনা সংক্রমণ কমাতে কঠোর লকডাউনের চতুর্থ দিন চলছে । কোরবানি ঈদের পর থেকে দুই দিন পর্যটক এলাকা নিকলীর বেরিবাঁধে বিভিন্ন জেলার মানুষের ঢল নামে ।এ সব পর্যটক টেকাতে উপজেলার দুটি প্রবেশ পথ পোড্ডা চৌরাস্তা মোড় এবং কারপাশার প্রেসিটেন্ড আব্দুল হামিদ সড়ক নানশ্রীতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে । আজ সোমবার গত তিনদিনের তুলনায় বেরিবাঁধে নৌকা ও প্রেসিটেন্ড সড়কে অটুরিকশা,মটড় মাইক ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কমেছে ।পুলিশ বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে গাড়ী টহলের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। রাস্তায় কেউ বের হলেই পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে।সরকারি বিধিনিষেধ ভঙ্গ করায় জরিমানাও করাহচ্ছে।সকালে রোদ্দার পোড্ডা , নিকলী সদর ,দামপাড়া ,মজলিশপুর, রসুলপুর ঘুরে দেখা যায়, ঘর থেকে বের হওয়া মানুষেরা জরুরি প্রয়োজন ও নানা ধরনের অজুহাত দেখাচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। উপজেলার অনেক সেবামূলক প্রতিষ্ঠান হাট-বাজারের দোকান পাট খোলা থাকায় সেসব প্রতিষ্ঠানের কর্মীদের ও অফিসে যেতে দেখা গেছে।দুপুরে রাস্তাঘাটে লোক চলাচলে নীরব থাকলেও বিকালের চিত্র ভিন্ন রকম । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাকে শাস্তির আওতায় নেয়া হবে। বিধিনিষেধ চলাকালে জনগণকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে।বিধিনিষেধ কার্যকর করতে পুলিশের পাশাপাশি বিজিবি ও মাঠে রয়েছেন।সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের চতুর্থ আজ দিন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসসাদিকজামান স্যারের সার্বিক তত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছাতিচর থেকে প্রমোদ ভ্রমনের ২০ টি নৌকা আটক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন