লকডাউন অমান্য করায় গত চার দিনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন ১১ টি মামলায় ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন। গত ২৩ জুলাই থেকে ১৪ দিন ব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, ও আনসার সদস্যরা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। হাট-বাজার, অফিস ও চিকিৎসাসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে মানুষ ঘরের বাইরে যাচ্ছেন। যৌক্তিক কারণ না পেলে জরিমানা করছেন উপজেলা প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান জানান, সোমবার পর্যন্ত চার দিনে তিনি উপজেলার প্রতিটি এলাকায় টহল অব্যাহত রেখেছেন। এসময় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় তিনি ১১ টি মামলায় ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন