শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভোলায় গ্রামেগঞ্জেও করোনা রোগী ছড়িয়ে পড়েছে

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ৪:০১ পিএম

ভোলা জেলার জেলা উপজেলা সহ গ্রামেগঞ্জেও করোনা আক্রান্তের রোগী ছড়িয়ে পরছে।ভোলায় গত ২৪ ঘন্টায় ২২৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ১২০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ১৩৭ জন। আক্রান্তদের মধ্যে ৯৬ জন ভোলা সদর, ৫ জন দৌলতখান, ১৫ জন বোরহানউদ্দিন, লালমোহন ৯ জন, ৪ জন তজুমদ্দিন, ৭ জন চরফ্যাশন ও ১ জন মনপুরা উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২ শত ২৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৮ জন আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। বুধবার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৩ হাজার ২ শত ২৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২৩২ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ৩০ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১৯ হাজার ২৬১ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।নব যোগদানকৃত সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান ইলকিলাবকে জানান ভোলায় যে হারে গ্রামেগঞ্জে করোনা রোগীর সংখ্যা দিন বৃদ্বি পাচ্ছে তাতে সরকারী স্বাস্থবিধি না মানলে, মাস্ক না পড়লে,নিজেরা সচেতন না হলে, আরো খারাপের দিকে যাবে যা থেকে পরিত্রাণ পাওয়া কঠিন হয়ে যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন