শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

মিরাজের কথা রাখলেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : যুব বিশ্বকাপে বেশ দাপট দেখিয়ে সেমিফাইনালে উঠেছে মিরাজ বাহিনী। তা নজর এড়ায়নি বাংলাদেশ ক্রিকেটের পাঁড় ভক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নিজে ইচ্ছা পোষন করেছিলেন সেমিফাইনালের দিন মাঠে থেকে মিরাজদের উৎসাহ যোগাবেন। কিন্তু বাংলাদেশ যুবা অধিনায়কের অনুরোধেই এদিন মাঠে আসা হচ্ছেনা প্রধানমন্ত্রী!
অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনালের ট্রফি দিতে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি জহির আব্বাস। একই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও উপস্থিত থাকার কথা রয়েছে। গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আইসিসি সভাপতি জহির আব্বাস ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী মঞ্চে থাকবেন। নিয়মানুযায়ী তিনি চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন ফাইনাল ম্যাচে। তাই সেমিফাইনাল নয়, প্রধানমন্ত্রীকে ফাইনাল ম্যাচের দিন মাঠে চাইছে মেহেদি হাসান মিরাজের দল। তাই সেমিফাইনালের পরিবর্তে ফাইনালে মিরপুরের হোম অব ক্রিকেট শের-ই-বাংলা স্টেডিয়ামে দেখা যাবে শেখ হাসিনাকে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন