শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বান্দরবানে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৩১ জন

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ২:০৮ পিএম

বান্দরবান সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসারত অবস্থায় ২ রোগীর মৃত্যু হয়েছে। ২৮ জুলাই (বুধবার) ভোর রাতে করোনা ইউনিটে এক মহিলা ও এক পুরুষ রোগীর মৃত্যু হয়। জেলায় করোনায় এই পর্যন্ত ৭জনের মৃত্যু হলো।

বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা: সমীরণ নন্দী বিষয়টি নিশ্চিত করে জানান, করোনায় ভোর রাতে হাসপাতালে ২জনের মৃত্যু হয়েছে।

এদিকে বান্দরবানে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ৩১জন। আক্রান্তদের মধ্যে ২২জন বান্দরবান সদর, ৪জন রোয়াংছড়ি, ২জন রুমা, ২জন আলীকদম ও ১জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান, এ পর্যন্ত বান্দরবানে ৯ হাজার ৪শত ৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৮হাজার ৬শত ১০জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, এদের মধ্যে ১হাজার ৬শত ৬৯জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ১হাজার ২শত ৭৪জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে ২য় পর্যায়ে সিনোফার্মার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে এবং ৬হাজার ৬শত ৫৪জন প্রথম ডোজ গ্রহণ করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন