শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

হেফাজত নেতার হাইকোর্টে জামিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ১২:০১ এএম

হেফাজতে ইসলামী বাংলাদেশের বিলুপ্ত কমিটির নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করাকে কেন্দ্র করে কক্সবাজারে পুলিশের ওপর হামলা ও ভাঙচুর মামলায় মাওলানা মুকাররমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। গত মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এ জামিন দেন। গতকাল বুধবার বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন এডভোকেট রাশেদুল হক। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল তুষারকান্ত রায়।
এর আগে মামুনুল হককে গ্রেফতারের ঘটনায় গত ৩ এপ্রির কক্সবাজারে হেফাজতে ইসলামী বিক্ষোভ মিছিল করে। মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের ওপর হামলা এবং কিছু স্থাপনা ভাঙচুরের অভিযোগে পৃথক দু’টি মামলা করা হয়। এ মামলায় ৫ এপ্রিল পুলিশ মাওলানা মুকাররমকে গ্রেফতার করে। পরে বিচারিক আদালতে জামিন পেয়ে তিনি হাইকোর্টে আবেদন জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন