রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৭ গার্মেন্ট শ্রমিক নেতার হাইকোর্টে জামিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিজিএমইএ’র কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদকসহ সাতজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মন্টু ঘোষ। সঙ্গে ছিলেন মো. আনজারুল হাসান ও আনোয়ার হোসেন রেজা। এর আগে এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনের মেয়াদ শেষে আসামিদের আত্মসমর্পণের পর গত ১ এপ্রিল ঢাকার মহানগর হাকিম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। হাইকোর্টে জামিন পাওয়া সাত শ্রমিক নেতা হলেন- সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার, কে এম মিন্টু, মঞ্জুর মঈন, সাজেদুর রহমান শামীম, জালাল হাওলাদার, লুৎফর রহমান এবং মো. শাহজাহান।
বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে গেলে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। বিজিএমইএ’র অতিরিক্ত সচিব মেজর (অব.) রফিকুল ইসলাম গত ৩১ জানুয়ারি বিজিএমইএর কর্মকর্তা-কর্মাচারীদের হত্যার চেষ্টা করার অভিযোগ এনে রমনা থানায় মামলা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন