শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টাঙ্গাইলে টিকা নিবন্ধনের নামে জালিয়াতি

গ্রেফতার ১

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ৯:২৮ পিএম

করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করানোর কথা বলে অভিনব কায়দায় সাধারণ মানুষের সাথে প্রতারণা করায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানায়, করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করানোর কথা বলে অভিনব কায়দায় সাধারণ মানুষের সাথে প্রতারণা করায় টাঙ্গাইল সদর উপজেলার নগর জলফৈ এলাকায় অভিযান পরিচালনা করে ওই এলাকার মো. সামাদ মিয়ার ছেলে সাব্বির হোসেন ওরফে রুবেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রতারক রুবেল জানায়, সে বেশ কিছু দিন ধরে ওই এলাকার সাধারণ মানুষদের করোনাভাইরাসের ভ্যাকসিন নিবন্ধন করানোর কথা বলে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা করে হাতিয়ে নেয়। পরে আসামির বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৮৬০ সালের পেনাল কোড এর ৪১৭/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন