মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বে সাইবার সিকিউরিটির জন্য বড় হুমকি যুক্তরাষ্ট্র: চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ৮:১১ পিএম

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল উ কিয়ান।


বিশ্বে সাইবার সিকিউরিটির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছে চীন। মার্কিন কোম্পানি মাইক্রোসফটের এক্সচেঞ্জ ইমেইল সার্ভারে হামলার জন্য আমেরিকা বেইজিংকে অভিযুক্ত করার এক সপ্তাহ পর এই বক্তব্য দিল চীন। বৃহস্পতিবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল উ কিয়ান বলেন, আমেরিকা হচ্ছে হ্যাকিং এবং গোপন তথ্য চুরির সাম্রাজ্য, তারাই বিশ্বের সাইবার সিকিউরিটি জন্য সবচেয়ে বড় হুমকি। -পার্সটুডে ও চায়না ডেউলি।

কর্নেল উ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার, কোম্পানি এবং ব্যক্তিত্বের ওপর বহু বছর ধরে আমেরিকা ব্যাপকভিত্তিক সাইবার গোয়েন্দাবৃত্তি চালিয়ে আসছে। মার্কিনীদের এই সাইবার বলদর্পিতার বিরুদ্ধে বিশ্বসম্প্রদায়কে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা সম্প্রতি অভিযোগ করেছে, ইউরোপের দেশ ডেনমার্ক, জার্মানি, সুইডেন, নরওয়ে এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ও সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপর চীন গোয়েন্দাবৃত্তি চালিয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
AnTu ৩০ জুলাই, ২০২১, ৮:১৬ পিএম says : 0
শুনতে তেতো হলেও কথা সত্য
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন