শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে পানিবদ্ধতায় দুর্ভোগ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২১, ১২:০৪ এএম

চট্টগ্রামে বর্ষণের সাথে প্রবল জোয়ারে অনেক এলাকায় পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাতে বেড়েছে জনদুর্ভোগ। বৃষ্টিতে কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় থেকে নেমে আসা কাদা মাটি ও জঞ্জালে নালা নর্দমা ভরে যাওয়ায় কয়েকটি এলাকায় বাড়ি ঘর দোকানপাটে পানি উঠেছে। জোয়ারের পানিতে তলিয়ে যায় নগরীর বিশাল এলাকা। বিশেষ করে আগ্রাবাদ সিডিএ আবাসিক, হালিশহর, শান্তিবাগ, গোসাইলডাঙ্গা, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, মোহরাসহ অনেক নিচু এলাকায় হাঁটুপানি জমে যায়।

পতেঙ্গা আবহাওয়া অফিস গতকাল বিকেল ৩টা পর্যন্ত ১২৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। লকডাউন এবং সাপ্তাহিক ছুটির কারণে নগরীর সড়কে পথচারী, যানবাহন চলাচল কম থাকলেও দুর্ভোগে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা। পানিবদ্ধতার কারণে অনেকের বাসা-বাড়ির নিচতলা, গাড়ির গ্যারেজ, দোকানপাট কাদাপানিতে সয়লাব হয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন