লকডাউনের ১৩তম দিনে কক্সবাজারে স্বাস্থ্যবিধি না মানায় ১০৫ জনকে জরিমানা করা হয়েছে ৭৩ হাজার ৭৫০ টাকা। জেলা প্রশাসনের নির্বাহী রেজিষ্ট্রেট এই জরিমানা আদায় করেন।
এ সময় ২ জনকে কারাদন্ড দেওয়া হয়৷ কারাদন্ডরদের মধ্যে একজনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ কারেন্ট জাল পরিবহনের জন্য ১ বৎসর৷ অপরজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ ইয়াবা বিক্রয়ের জন্য ৩ মাস ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে৷
বুধবার (৪ আগস্ট) রাতে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা মৌনা এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা মৌনা জানান,লকডাউন বাস্তবায়ন ও করোনা সংক্রমন প্রতিরোধে প্রতিদিনের মত বুধবার সকাল থেকে কক্সবাজার জেলার ৮ উপজেলায় পৃথক ২০ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১০৩ মামলায় ১০৫ জনকে ৭৩ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়৷
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন