উখিয়ায় ৩৪ বিজিবি ব্যাটালিয়নের রেজুপাড়া বিওপির সদস্যরা ৪ লাখ ১০ হাজার (চার লক্ষ দশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করেছে। যার বাজার মূল্য ১২কোটি ৩০ লক্ষ (বার কোটি ত্রিশ লক্ষ) টাকা বলে জানা গেছে।
৫ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রেজুপাড়া বিওপির ১টি দল এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে বলে জানা গেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , বিওপি হতে ৩ কিঃ মিঃ দক্ষিণ দিকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া নামক স্থানে বিজিবি সদস্যদের একটি দল অভিযানে যায়।
ইয়াবা ব্যবসায়ীরা বিপুল পরিমান ইয়াবা লুকিয়ে রাখার খবর পেয়ে তারা সেখানে অভিযান চালায়। ওই
স্থানে ব্যপক তল্লাশী করে পাহাড়ে লুকায়িত অবস্থায় বস্তাভর্তি ৪১ কার্ট ইয়াবা উদ্ধার করে।
প্রতি কার্টে ১০হাজার পিস করে সর্বমোট ৪ লাখ ১০ হাজার (চার লক্ষ দশ হাজার) ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার বাজার মূল্য আনুমানিক ১২ কোটি ৩০ লক্ষ (বার কোটি ত্রিশ লক্ষ) টাকা।
উদ্ধারকৃত বার্মিজ ইয়াবা নিয়ে বিওপিতে ফেরার সময় চোরাকারবারীরা অস্ত্র, লোহার রড এবং রামদা নিয়ে টহলদলের উপর আকষ্মিকভাবে আক্রমন করার ঘটনা ঘটে।
এসময় বিজিবি টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করে জান-মাল রক্ষার্থে ৪ (চার) রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এতে চোরা কারবারীরা দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়।
বিজিবির প্রেস বিজ্ঞাপ্তিতে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন