শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনা প্রতিরোধে টিকার বিকল্প নাই : হুইপ ইকবালুর রহিম এমপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ৭:৪৭ পিএম

ফাইল ছবি


জাতীয় সংসদের হুইপ ইকবালুর এমপি বলেন, করোনার যুদ্ধে আমরাই জয়ী হবো। সচেতনতাই পারে করোনাকে হার মানাতে। সংক্রমণ রোধে সকলকে টিকা নিতে হবে। করোনা প্রতিরোধে টিকার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, লকডাউনের কারণে কর্মহীন মানুষদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তাসহ করোনা প্রতিরোধেও সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন।

দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী শামীম হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু প্রমুখ।

দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরী সভায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। এছাড়াও জরুরী সভায় ভার্চুয়াল বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন