শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

চ্যাম্পিয়ন বিকেএসপি

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ভারতের দিল্লির আমবেদকার স্টেডিয়ামে সুব্রত কাপ অনূর্ধ্ব-১৪ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। গতকালের ফাইনালে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে চন্ডিগড় অনূর্ধ্ব ১৪ দলকে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিকেএসপি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলাটি গোলশূন্য ছিল। টাইব্রেকারে বিকেএসপি দলের হয়ে হাবিবুর, মিন্টু, হৃদয় ও এলমান গোল করেন । সম্পূর্ন খেলায় বিকেএসপির ছেলেরা চন্ডিগড়ের বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেলে । বিকেএসপি সুব্রত কাপের লিগ পর্যায়ে ৩টিতে জয় ও ১টিতে ড্র করে। সেমিফাইনালে আফগানিস্তানকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বিকেএসপি এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)