শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জা দিয়ে প্রশংসায় ভাসছে টাইগাররা

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১০:২৪ এএম

অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে টাইগাররা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামমে শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ৬০ রানে জিতে বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজটা নিজেদের করে নিল ৪-১ ব্যবধানে।

অজিদের দম্ভ চূর্ণ করে বাংলাদেশ দলের এই ঐতিহাসিক জয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে যেন আনন্দের বন্যা বইছে। অনেকেই সাকিবদের সাফল্যের প্রশংসা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। কমেন্ট ঘরগুলোতে টাইগারদের প্রতি ভালোবাসায় ছুঁয়ে গেছে ভক্তদের।

সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা নিয়ে আজ শেষ ম্যাচ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকেই অস্ট্রেলীয় দলের বিমানবন্দর যাওয়ার কথা। সেখান থেকে ভাড়া করা উড়োজাহাজ ধরে সোজা দেশে।

মোহাম্মাদ হানিফ লিখেছেন, ‘‘ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ৪-১ এ ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ে অভিনন্দন জানাচ্ছি।
অস্ট্রেলিয়াকে তাদের সর্বনিম্ন টি-টোয়েন্টি স্কোর এ বেঁধে দিয়ে আরো একটি ইতিহাস গড়লো টাইগাররা। সাবাস বাংলাদেশ!’’

সাকিবের প্রশংসা করে ঈমান প্রধান লিখেছেন, ‘‘শেষ ভাল যার, সব ভালো তার" সাকিব চ্যাম্পিয়ন প্লেয়ার,চ্যাম্পিয়নরা এভাবেই কামব্যাক করে। ধন্যবাদ সাকিব পুষিয়ে দেওয়ার জন্য।’’

টাইগারদের অভিনন্দন জানিয়ে এসএ আরমান লিখেছেন, ‘‘ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ৪-১ এ ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ে অভিনন্দন জানাচ্ছি। অস্ট্রেলিয়াকে তাদের সর্বনিম্ন টি-টোয়েন্টি স্কোর এ বেঁধে দিয়ে আরো একটি ইতিহাস গড়লো টাইগাররা। সাবাস বাংলাদেশ!’’

এসকে শাকিব ইসলাম লিখেছেন, ‘‘অস্ট্রেলিয়াকে এভাবে হারানোর ঠিক হয়নি। আর কখনো অস্ট্রেলিয়ার হাতে পায়ে ধরেও বাংলাদেশ আনতে পারবেন?’’

আব্দুর রহমান লিখেছেন, ‘‘চতুর্থ ম্যাচে সাকিব আল হাসানের এক ওভারে পাঁচ ছক্কা ছিলো বাংলাদেশের জন্য "অঘটন"!! তা না'হলে চতুর্থ ম্যাচও এমনই হতো! ফলাফল হতো ৫ - ০!’’

মোঃ আল মামুন লিখেছেন, ‘‘অহংকার পতনের মূল..৪ ম্যাচ হারছে সমস্যা নেই। কিন্তু এই নিম্ন রেকর্ডের লজ্জা থেকে বাচঁবে কিভাবে.।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Mijanur Rahman ১০ আগস্ট, ২০২১, ১২:১৩ পিএম says : 0
WONDERFUL
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন