স্পোর্টস রিপোর্টার : ভারতের সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টে বিকেএসপির অনূর্ধ্ব-১৪ পুরুষ দলের পর এবার সাফল্য পেতে শুরু করেছে অনূর্ধ্ব-১৭ মহিলা দল। গতকাল দিল্লির আমবেদকার স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বিকেএসপি মহিলা দল ১১-০ গোলের বিশাল ব্যবধানে হারায় ভারতের মহারাষ্ট্র অনূর্ধ্ব-১৭ নারী দলকে। বিজয়ী দলের হয়ে সাজেদা হ্যাটট্রিকসহ ৪টি, সীতা ও আখি দু’টি এবং রেহানা, রিতু ও সাবিনা একটি করে গোল করেন। আজ চন্ডীগড় ও আগামীকাল তেলেঙ্গানার বিপক্ষে খেলবে বিকেএসপির মেয়েরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন