শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বাবা হারালেন ফুটবলার সুজন

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোঃ সুজনের বাবা নাসিরউদ্দিন আর নেই। গতকাল সকাল ১১টায় নারায়ণগঞ্জের পাঠানটুলিস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৭০ বছর। মরহুম নাসিরউদ্দিন এক ছেলে ও এক মেয়েসহ নাতী-নাতনী ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। কাল বাদ এশা পাঠানটুলি জামে মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমের মরদেহ পাঠানটুলি কবরস্থানে দাফন করা হয়। মরহুম নাসিরউদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, খেলোয়াড় কল্যাণ সমিতিসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় সমিতির প্রধান সমন্বয়কারী মোঃ আবুল হোসেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন