রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অ্যাডহকের যাতাকলে ফেন্সিং

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ৭:০৬ পিএম | আপডেট : ১:২৭ এএম, ১৪ আগস্ট, ২০২১

অ্যাডহক সংস্কৃতি যেন কিছুতেই পিছু ছাড়ছে না জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)। বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে নির্বাচিত কমিটির মেয়াদ শেষে যেখানে নতুন নির্বাচন দেয়ার কথা, সেখানে অজানা কারণে তা না দিয়ে অ্যাডহক কমিটি গঠন করছে এনএসসি। এ ধারা বেশ ক’বছর ধরেই চলছে। এবার বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনও পড়লো অ্যাডহকের যাতাকলে।

সরকার মনোনীত এম শোয়েব চৌধুরীকে সভাপতি ও সেলিম ওমরাও খানকে সাধারণ সম্পাদক করে ফেন্সিং অ্যাসোসিয়েশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে এনএসসি।

এনএসসি সচিব মো. মাসুদ করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বর্তমান কার্যনির্বাহী বাতিল করে এই অ্যাডহক কমিটি গঠন করা হলো। ২৭ সদস্যের নতুন এই অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। কমিটিতে এক সভাপতি, পাঁচ সহ-সভাপতি, এক সাধারণ সম্পাদক, দুই যুগ্ম-সাধারণ সম্পাদক ও এক কোষাধ্যক্ষ ছাড়াও সদস্য পদে আছেন ১৭ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন