বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে । নিহতর হল আগড়স পাঁচগাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৫) ও একই গ্রামের প্রতিবেশী খোকা মিয়ার ছেলে রাকিব হোসেন (২৮)। শনিবার শেষ বিকেলে তাদের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন জানায়, শনিবার বিকেলের দিকে বৃষ্টি শুরু হলে মরিচের জমিতে পানি জমে যায়। তখন জমির পানি নিষ্কাশনের জন্য শহিদুল ইসলাম ও রাকিব মরিচের ক্ষেতে গিয়ে পানি নিষ্কাশনের জন্য নালা কাটতে শুরু করেন।
এ সময় প্রচন্ড শব্দে কয়েকবার বজ্রপাত হলে ত ঘটনাস্থলেই দুজন বজ্রাহত হয়ে মারা যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন ওসি আব্দুল্লাহ আল মামুন ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন