বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বোলার হয়ে ফিরলেন আশরাফুল

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির শাস্তি কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারতেন আগের ম্যাচেই। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষেই। কিন্তু বৃষ্টির কারণে খেলাটা ১৫ ওভারের বেশি হতে না পারায় অপেক্ষাতেই ছিলেন মোহাম্মদ আশরাফুল। সেই অপেক্ষার প্রহর শেষ হলো পরের ম্যাচে। তবে ব্যাটসম্যান হিসেবে নয়, তিনি দেখা দিলেন ‘বোলার’ হয়েই। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে ঢাকা মেট্রোর আশরাফুল তুলে নিয়েছেন ৩ উইকেট। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩০১ রান করে বরিশাল।
বরিশালের শুরুটা ভালো হতে দেননি আশরাফুলই। প্রথমে শামসুর রহমানের ক্যাচে ফজলে মাহমুদকে আউট করার পর এলবিডবিøউর ফাঁদে ফেলে ফিরিয়েছেন ফর্মে থাকা শাহরিয়ার নাফীসকে। আগের ম্যাচে ৭২ রানের দারুণ এক ইনিংস খেলা নাফীস সাজঘরে ফেরেন ফিফটি থেকে ২ রান দূরে- ৪৮ রানে। থিতু হওয়া অলরাউন্ডার সালমান হোসেনকে সানি ফিরিয়ে দিলে ভীষণ চাপে পড়ে বরিশাল। আবু সায়েমের সঙ্গে ১৩৯ রানের জুটিতে প্রতিরোধ গড়েন সোহাগ গাজী। প্রথম শতকের পথে থাকা সায়েমকে এলবিডবিøউ করে বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙেন বাঁহাতি পেসার আবু হায়দার। ক্যারিয়ার সেরা ৯৮ রান করা সায়েমের ১৬৫ বলের ইনিংসটি গড়া ১২টি চার ও একটি ছক্কায়। জুটি ভাঙার পর আঘাত হানেন আশরাফুল। বোল্ড হয়ে ফিরেন শাহিন হোসেন। দিনের বাকি সময়টুকু মনির হোসেনকে নিয়ে নিরাপদেই কাটিয়ে দেন সোহাগ। ১১৯ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৮৭ রানে অপরাজিত থাকেন তিনি। মোট ১৭ ওভার বল করে ৫ মেডেনে মাত্র ৪৯ রান দিয়ে ৩ উইকেট আশরাফুলের- পুরোদস্তুর এক বোলারের পারফরম্যান্স যেন।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম স্তরের আরেক ম্যাচে এনামুল হক ও মোসাদ্দেক ইফতেখারের অর্ধশতকে দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে দৃঢ় অবস্থানে রয়েছে খুলনা। ঢাকা বভাগের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৫০.৫ ওভারে ১ উইকেটে ১৭২ রান করে খুলনা। দ্বিতীয় উইকেটে ১৬২ রানের জুটি গড়েছেন খুলনার দুই ব্যাটসম্যান। দলকে এগিয়ে নেওয়া এই দুই ব্যাটসম্যানকে দ্বিতীয় সেশনে থামিয়েছে বৃষ্টি। প্রথম ম্যাচে দুই রান করে আউট হওয়া এনামুল অপরাজিত আছেন ৮৪ রানে। তার ১৪৫ বলের ইনিংসটি ৫টি ছক্কা ও চারটি চারে গড়া। অফ স্পিন অলরাউন্ডার ইফতেখার সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন ২০১২ সালের ডিসেম্বরে। ২০১৩ সালের অক্টোবরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেষ খেলেছিলেন তিনি। লম্বা বিরতির পর ফিরেই খেলেছেন অপরাজিত ৭১ রানের চমৎকার এক ইনিংস। তার ১৪১ বলের ইনিংসটি সাজানো ৯টি চারে।
এদিকে, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে প্রথম দিন রাজশাহীর তিন পেসারের দাপটে প্রথমদিন মাত্র ১৪১ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। ৪৫ রানে ডানহাতি পেসার ফরহাদ রেজা নেন ৪ উইকেট, মামুন হোসেন ২টি ও ১টি উইকেট নেন মুক্তার আলী। অবশিষ্ট ৩টি উইকেট নেন সাকলায়েন সজীব। চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ২৮ রান করেন ইরফান শুক্কুর। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিনের শেষ পর্যন্ত ১ উইকেটে ১২১ রান তুলে রাজশাহী বিভাগ। ব্যাট হাতে ৭১ রানে অপরাজিত থাকেন মিজানুর রহমান। এছাড়া জুনায়েদ সিদ্দীক করেছেন ৪৫ রান। প্রথম ইনিংসে মাত্র ২০ রানে পিছিয়ে আছে রাজশাহী।
এছাড়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের অপর ম্যাচে স্বাগতিক সিলেটের বিপক্ষে লড়ছে রংপুর বিভাগ। বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায় মধ্যাহ্ন ভোজের পর। টস জিতে ব্যাটিংয়ে নামা রংপুর ৭ উইকেটে ১৯১ রান নিয়ে শেষ করেছে প্রথম দিন। শুভ অপরাজিত আছেন ২১ রানে। সিলেটের পক্ষে দুর্দান্ত বল করেছেন অলক কাপালি ও সাহানুর রহমান। দু’জনেই নিয়েছেন ৩টি করে উইকেট। রংপুরের অপর উইকেট নাসুম আহমেদের।
বরিশাল-ঢাকা মেট্রো
বরিশাল ১ম ইনিংস : ৩০১/৬ (৮৮ ওভার) শাহরিয়ার ৪৮, সালমান ২৯, সায়েম ৯৮, সোহাগ ৮৭ (ব্যাটিং), মনির ১২ (ব্যাটিং); আশরাফুল ৩/৪৯, সানি ২/৯৯, হায়দার ১/৬১।
সিলেট-রংপুর
রংপুর ১ম ইনিংস : ১৯১/৭ (৭৫ ওভার) সায়মন ৩২, জাহিদ ৩৯, নবিন ৩১, আরিফ ১৬, ধীমান ৪৫, সোহরাওয়ার্দী ২১ (ব্যাটিং), সাজেদুল ২ (ব্যাটিং); সাহানুর ৩/৪৯, কাপালী ৩/৩৭।
খুলনা-ঢাকা বিভাগ
খুলনা ১ম ইনিংস : ১৭২/১ (৫০.৫ ওভার) মেহেদি ৮, এনামুল ৮৪ (ব্যাটিং), ইফতেখার ৭১ (ব্যাটিং); শাহাদাত ১/৩৪।
চট্টগ্রাম-রাজশাহী
চট্টগ্রাম ১ম ইনিংস : ১৪১/১০ (৫৪.১ ওভার) নাজিমুদ্দিন ২০, মাহবুব ২২, ইয়াসির ২৪, ইরফান ২৮; ফরহাদ ৪/৪৫, সাকলাইন ৩/৩৬, মামুন ২/১৯। রাজশাহী ১ম ইনিংস : ১২১/১ (৩৫ ওভার) মিজান ৭১ (ব্যাটিং), জুনায়েদ ৪৫ (ব্যাটিং); হোসেন ১/১০।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jamal ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ২:২৩ এএম says : 0
বাংলার ধুবতারা অাশরাফুল ভাই কে খুব শিগরি জাতীয় দলে দেখতে চাই
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন