বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

রাজধানীতে মডার্নার ৩০ ডোজ টিকাসহ ক্লিনিক মালিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ১১:৪৯ এএম

রাজধানীর দক্ষিণখানের একটি ক্লিনিকে অভিযান চালিয়ে করোনার ৩০ ডোজ টিকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে দক্ষিণখানের দরিদ্র পরিবার সেবা সংস্থা নামের ক্লিনিকে এ অভিযান চালানো হয়। দক্ষিণখান থানার পুলিশ বৃহস্পতিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে।

পুলিশ জানায়, ক্লিনিকটি থেকে দুই অ্যাম্পুল মডার্নার টিকা (৩০ ডোজ) ও দুটি খালি বাক্স জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ক্লিনিকটির মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে, বিজয় কৃষ্ণ তালুকদার কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে টিকা চুরি করে তা টাকার বিনিময়ে মানুষকে দিচ্ছিলেন।’

দক্ষিণখান থানার পুলিশ জানায়, তারা গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাত ১১টার পর দক্ষিণখানের দরিদ্র পরিবার সেবা সংস্থা নামের ক্লিনিকে অভিযান চালায়। ক্লিনিকটি থেকে দুই অ্যাম্পুল (৩০ ডোজ) মডার্নার টিকা ও দুটি খালি বাক্স উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ক্লিনিকমালিক বিজয়কে রাতেই আটক করা হয়।

বিজয়ের বিরুদ্ধে আজ বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

দক্ষিণখান থানার পুলিশ জানায়, গ্রেফতার বিজয়কে জিজ্ঞাসাবাদের জন্য তারা ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে। বিজয়কে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন