বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ১২:০৫ এএম

ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার টার্কিশ এয়ারওয়েজের একটি বিমানে তারা হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি ইমিগ্রেশন বিভাগ এবং ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে ফেরা ১৩ কর্মীর মধ্যে শরীয়তপুরের ৯ জন, মাদারীপুরের ২ জন এবং চাঁদপুর ও কুমিল্লার ১ জন করে রয়েছেন। তারা হলেন, শরীয়তপুরের মোশাররফ খান, সাগর চন্দ্র বর্মন, সামিম খান, রমজান সুয়েল, নাজমুল ফকির, মো. শাকিল হোসেন, শিপন হাওলাদার, সালাম হাওলাদার ও অনিক ব্যাপারী; মাদারীপুরের রাশেদুল ইসলাম ও শাকিল লসকর, চাঁদপুরের আবুল হোসেন এবং কুমিল্লার মোস্তফা কামাল।

ভুক্তভোগীরা জানান, এ বছরের শুরুর দিকে ভিজিট ভিসা নিয়ে প্রথমে দুবাই, এরপর সেখান থেকে লিবিয়া, তারপর তিউনিসিয়া গিয়েছিলেন। সবাই তিউনিসিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন।
এর আগে গত ১ জুলাই ১৭ জন এবং ২৪ মার্চ ৭ জন বাংলাদেশি একই পরিস্থিতির শিকার হয়ে দেশে ফিরে আসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Burhan uddin khan ২০ আগস্ট, ২০২১, ৪:৫৪ পিএম says : 0
Good luck they arrived
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন