শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফগান সংকটে কাতারের তাৎক্ষণিক উদারতায় বাইডেনের কৃতজ্ঞতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২১, ৫:০২ পিএম

আফগানিস্তানে চরম সংকটময়কালে কাতারকে পাশে পেয়ে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, আফগানিস্তান সংকটে কাতারের তাৎক্ষণিক এমন ‘উদার সহায়তা’ ছাড়া হাজার হাজার মার্কিন দ্রুত সরিয়ে নেওয়া কোনওভাবেই সম্ভব হতো না। শুক্রবার হোয়াইট হাউস থেকে এক টেলিভিশন বক্তৃতায় একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান গোষ্ঠী। এতে চরম বিপাকে পড়ে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকরা। এমতাবস্থায় দ্রুত নিজেদের নাগরিকদের সরিয়ে কাজ শুরু করে আমেরিকা। এ সময় বিমানে করে আমেরিকান নাগরিকদের কাতারে সরিয়ে নেওয়া হয়। সূত্র : আল জাজিরা, বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন