উত্তর : এসব বিষয় এক ঘটনার সাথে আরেক ঘটনা মিলে না। সুতরাং মেয়ের অমতে পিতামাতা কেন বিয়ে দিচ্ছেন তা তারাই বলতে পারবেন। হয়তো মেয়ের এই অমত করাটিই যুক্তিযুক্ত না। আবার এর উল্টোও হতে পারে। হতে পারে পিতামাতার জোরজবরদস্তি করাটিই ঠিক হচ্ছে না। এসব ক্ষেত্রে কেস স্টাডি ছাড়া দূর থেকে পরামর্শ দেওয়া যায় না। তবে, শরীয়তের একটি মাসআলা এমন আছে যে, প্রাপ্তবয়স্কা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম কোনো মেয়ের নিজের সম্মতি ছাড়া অভিভাবকরা তাকে বিয়ে দিতে পারে না। মেয়েটি যদি প্রকাশ্যে বিয়েতে অমত করে তাহলে তো বিয়েই সম্পন্ন হয় না। আর যদি লজ্জায় বা চাপে পড়ে অমত থাকা সত্ত্বেও মেয়েটি সম্মতি দিয়ে দেয়, তাহলে বিয়ে হয়ে যায়। এরপর কোনো অশান্তি করা মেয়েটির জন্য উচিত নয়। তবে যদি পরে অশান্তি করার ইচ্ছা থাকে, তাহলে আগেই বিয়ে থেকে বিরত থাকা উচিত।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন