শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

সেপ্টেম্বরে ডিএসই’র রাজস্ব কমেছে

প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সেপ্টেম্বর মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে রাজস্ব আয় হয়েছে ১০ কোটি ৮৭ লাখ ১৪ হাজার ২১৩ টাকা। যা আগস্ট মাসের তুলনায় ১ লাখ ২০ হাজার ৫০৯ টাকা কম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত মাসে ঈদ-উল আযহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় টানা পাঁচ কার্যদিবস পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। এ কারণে লেনদেন কম হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ফলে সরকার এ খাত থেকে আগের মাস আগস্টের চেয়ে ১ লাখ ২০ হাজার ৫০৯ টাকা কম রাজস্ব পেয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্য মতে, নতুন অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডার এবং ব্রোকারেজ হাউজের শেয়ার বিক্রি থেকে ডিএসই কর্তৃপক্ষের মোট রাজস্ব আয় হয়েছে ১০ কোটি ৮৭ লাখ ১৪ হাজার ২১৩ টাকার। এর আগের মাস আগস্টে ডিএসই’র রাজস্ব আয় হয়েছিল ১০ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৭২২ টাকার। জুলাইয়ে হয়েছিল ৮ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৫১১ টাকা। তার আগের অর্থবছরের শেষ মাস জুনে রাজস্ব আয় হয়েছে ১৬ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৪৬৫ টাকা। অপরদিকে সেপ্টেম্বর মাসে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ডিএসইর রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ১৮ লাখ ২০ হাজার ৩৮৬ টাকা। এর আগের মাস আগস্টে হয়েছিল ১ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৭৬৩ টাকা। জুলাইয়ে হয়েছিল ২ কোটি ১০ লাখ ২৮ হাজার ৩৬৬ টাকা। তার আগের মাস জুনে হয়েছিলো ৮ কোটি ৮২ হাজার ৫১৩ টাকা। আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩ এর আওতায় ডিএসই জাতীয় রাজস্ব র্বোডকে (এনবিআর) প্রতি মাসে রাজস্ব আদায় জমা দেয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন