শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

চট্টগ্রামে স্যামসাং ইলেক্ট্রনিক্স-এর প্রথম ব্র্যান্ড শপ

প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ এই প্রথমবারের মতো বন্দর নগরী চট্টগ্রামে ব্র্যান্ড শপ উদ্বোধন করেছে। ব্র্যান্ড শপটি চট্টগ্রামের দেওয়ানহাটের ডি টি রোডের খাজা সায়মা টাওয়ারের ২৬৮ নম্বর দোকানে অবস্থিত। স্যামসাং-এর এই নতুন ব্র্যান্ড শপটিতে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের গ্রাহকরা এক ছাদের নিচে উপভোগ করতে পারবেন স্যামসাং- এর সব পণ্য কেনার সুবিধা। ১ হাজার ৮০০ স্কয়ার ফুটের এই শপে প্রদর্শিত হবে টেলিভিশন, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন এবং স্মার্টফোনসমূহ। এতে গ্রাহকরা উপভোগ করতে পারবেন ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর ওয়ান স্টপ শপিং অভিজ্ঞতা, যা গ্রাহকদের প্রতি স্যামসাং- এর প্রতিশ্রæতিরই অংশ। স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন এবং ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মো. রুহুল আলম আল মাহবুব এই ব্র্যান্ড শপের উদ্বোধন করেন। এতে আরও উপস্থিত ছিলেন স্যামসাং-এর হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ফিরোজ মোহাম্মদ, কী অ্যাকাউন্ট ম্যানেজার সাইফুল ইসলাম, এফইএল-এর সেল্স ডিরেক্টর মোহাম্মদ মেসবাহ উদ্দীন এবং হেড অব রিটেইল এন্ড সেল্স অপারেশন মশিউর রহমান। স্যাংওয়ান ইউন বলেন, স্যামসাং-এর প্রতিশ্রæতি অনুযায়ী সম্মানিত গ্রাহকদের কেনাকাটার অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই ব্র্যান্ড শপটি উদ্বোধন করা হয়েছে। আমরা আশা করি, আবাসিক ও বাণিজ্যিক এলাকার খুবই নিকটে অবস্থিত এই ব্র্যান্ড শপটি ওয়ান স্টপ সল্যুশন দিয়ে সর্বোচ্চ সংখ্যক গ্রাহকদের সকল ইলেক্ট্রনিক্স পণ্যের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। সম্মানিত গ্রাহকদের সেরা মানের কেনাকাটার অভিজ্ঞতা দিতে আমরা দেশব্যাপী ২০০ ব্র্যান্ড শপ উদ্বোধন করার পরিকল্পনা নিয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ