দেশের সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় নতুন প্রজন্ম আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান।
বিবৃতিতে তিনি আরও বলেন, আমাদের জীবনের সকল সেক্টর খোলা থাকলেও শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে একটি প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে। সরকারের প্রতি আহ্বান, আল্লাহর উপর তাওয়াক্কুল করে স্বাস্থ্যবিধি মেনে দ্রুততম সময়ের মধ্যে সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। তা না হলে এর জন্য গোটা জাতিকে চরম খেসারত দিতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন