শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

মিডল্যান্ড ব্যাংক-বাংলাদেশ ব্যাংক ট্রেজারি চালান সংগ্রহের চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ৭:২৮ পিএম

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংক অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) দ্বারা ট্রেজারি চালান সংগ্রহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংকের সকল শাখা পাসপোর্ট ফি, মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর এবং বিভিন্ন সরকারি ফি সংগ্রহ করবে।

স্বয়ংক্রিয় চালান সিস্টেম এর মাধ্যমে গ্রাহক ব্যাংকের যে কোনো শাখা, থেকে তাদের ট্রেজারি চালান বিল পরিশোধ করতে পারবে। এর মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই রিয়েল-টাইমে সরকারি রাজস্বের সুষ্ঠু পরিশোধ নিশ্চিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সম্মানিত ডেপুটি গভর্নর আহমেদ জামালের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ফোরকান হোসেন এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম মহিউদ্দিন আজাদ, মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ডিএমডি ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, রিটেইল ডিস্ট্রিবিউসন এর প্রধান মো. রিদওয়ানুল হক এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন