আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ জোড়া আত্মঘাতী বোমা হামলার পর সব কিছু বদলে গেছে। দেশটির বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ৩১ আগস্ট যুবাদের ঢাকায় আসার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের সিরিজটি এখন হচ্ছে না। সূচিতে পরিবর্তন আসবে। আফগানিস্তান দল যথাসময়ে বাংলাদেশে আসছে না। তাদের আসা পিছিয়ে যাচ্ছে। তবে ঠিক কবে আসবে সেটি এখনই বলা যাচ্ছে না। আলোচনা চলছে, দুদিন পর সবকিছু চূড়ান্ত হবে। তখন নতুন সময়সূচি নির্ধারণ হবে।’
৩১ আগস্ট পাঁচ ম্যাচের ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল আফগান যুবাদের। ম্যাচগুলো সব সিলিটে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। তবে আফগানিস্তানে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় এই সিরিজটি আপাতত স্থগিত করা হয়।
প্রসঙ্গত, দুই দিন আগে আফগানিস্তান জাতীয় দলের একটি সিরিজ স্থগিত করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি স্থগিত করার অনুরোধ আফগানিস্তানই করেছিল। দেশের বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের মানসিক অবস্থার অবনতি, প্রস্তুতির ঘাটতি, সম্প্রচার জটিলতা ও নির্ধারিত ভেন্যু শ্রীলঙ্কায় করোনাভাইরাস বৃদ্ধি ছিল মূল কারণ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন