উত্তর : যদি তার সুস্থ হয়ে আবার রোজা রাখার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে প্রতি রোজার জন্য একটি ফিতরার সমান দান করে দিতে হবে। সে হিসাবে দু’বছরে ষাটটি রোজার জন্য ষাটটি ফিতরার সমান টাকা দান করে দিতে হবে। যদি আর্থিক অবস্থা এমন না হয় যে দান করতে পারে, তাহলে ঘরোয়াভাবেই এই রোজার কাফফারা বা ক্ষতিপূরণ করে নিতে হবে। যেমনটি নবী করিম সা. এর এক সাহাবীর ঘটনায় পাওয়া যায়। তিনি নিজে রোজার কাফফারা দিতে চাইলে নবীজিকে জানালেন যে, কাফফারা দেওয়ার ক্ষমতা তার নাই। তখন নবী করিম সা. তাকে এক বস্তা খাবার দিলেন। দিয়ে বললেন, এগুলো মদীনার সবচেয়ে গরিব মানুষটিকে দিয়ে দাও। সাহাবী উত্তর দিলেন, মদীনায় আমার চেয়ে গরিব আর কেউ নেই। তখন নবী করিম সা. বললেন, ঠিক আছে, এইগুলো তুমিই খেয়ে নাও।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন