শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর বদলগাছী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা ও ভুট্টার বীজ এবং সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বদলগাছী কৃষি প্রশিক্ষণ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকতের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা অলি আহম্মেদ রুমি চৌধুরী, কৃষি কর্মকর্তা হাসান আলী, চেয়ারম্যান আব্দুস সালাম, আইন উদ্দিন শেখ প্রমুখ। উপজেলার ৬৫০ জন কৃষকের মধ্যে ৫শ’ জনকে সরিষা ও ভুট্টার বীজ ১ কেজি করে, সার ডিএপি ২০ কেজি, পটাশ ১০ কেজি বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন