শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনায় রূপালী ইলিশ যেন সোনার হরিণ !

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ৭:১২ পিএম

খুলনায় ইলিশ যেন এখন সোনার হরিণ। উচ্চবিত্ত ছাড়া বাজারে রূপালী ইলিশের নাগাল পাচ্ছেন না কেউই। নাগাল পাওয়ার কথা নয়, কারণ এক কেজির একটি ইলিশ কিনতে হলে বিক্রেতাকে দিতে হবে দেড় হাজার টাকা। এ পরিমান টাকা একটি ছোট দরিদ্র পরিবারের প্রায় এক মাসের চালের যোগান দিতে পারে। বাজারে ইলিশ নেই, তা বলা যাবে না। বিভিন্ন আকারের ইলিশের ছড়াছড়ি। রয়েছে বরিশালের সুস্বাদু গোলগাল ইলিশ, চট্টগ্রামের লম্বাটে ইলিশ। কিন্তু দাম আকাশ ছোঁয়া। আজ রোববার খুলনার কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

খুলনার রূপসা নতুন বাজারে দেখা গেছে কেজি খানেক ওজনের ইলিশ ১৩শ' থেকে ১৪ শ' টাকা দাম রাখা হচ্ছে। কেজির ওপরে ইলিশ দেড় হাজার টাকা। ৬শ' থেকে ৭শ' গ্রামের মাঝারি ইলিশ ৭শ' টাকা কেজি। ৫শ' গ্রামের নীচের ইলিশ ৪শ' থেকে ৫শ' টাকা কেজি। এই বাজারের মাছ বিক্রেতা এমদাদ হোসেন জানান, পাইকারি দাম বেশী, তাই খুচরা বাজারেও দাম বেশী। নগরীর খালিশপুরের চিত্রালী বাজারে গিয়ে দেখা গেছে, ইলিশের ছড়াছড়ি। ক্রেতারা দামও করছেন। কিন্তু শেষ পর্যন্ত অনেকেই হতাশ হয়ে ফিরছেন। কেজি ওজনের ইলিশ ১৩শ' টাকা চাওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকে আসা এসব ইলিশ বরিশালের ইলিশের মত অতোটা সুস্বাদু নয়। চিত্রালী বাজারে ইলিশ কিনতে আসা ক্রেতা বেসরকারী একটি ব্যাংকের কর্মকর্তা এহসানুল হক বললেন, পত্রপত্রিকায় খবর দেখে ইলিশ কিনতে এসেছেলাম। বাজারে এসে ভিন্ন চিত্র দেখছি। অতিরিক্ত দামের কারণে ইলিশ কেনা সম্ভব নয়।

সাগরে মাছ ধরতে যান, খুলনার দাকোপ উপজেলার এমন কয়েকজন জেলের সাথে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। মৎস্য অবতরণ ঘাটগুলোতে ইলিশের পাইকারী দাম প্রতি কেজি ৬শ' থেকে ৭শ' টাকা। শহরের বাজারে তা দ্বিগুন হয়ে যাচ্ছে। অথচ আমরা যারা রাতদিন সাগরে অবস্থান করে মাছ ধরি, তারা ঠিকই লোকসানে আছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন