রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে বাফওয়ার বৃত্তির চেক হস্তান্তর

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি, এইচএসসি, ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৩৩৪ জন কৃতী ছাত্র-ছাত্রীর মধ্যে মেধা বৃত্তির চেক প্রদান করেছে। বাফওয়ার সভানেত্রী তাসনীম এসরার প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার তেজগাঁওস্থ ফ্যালকন হলে আনুষ্ঠানিকভাবে ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধাবৃত্তির চেক হস্থান্তর করেন। মোট ১৩৫ জন ছাত্র-ছাত্রী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ এর জন্য, ১৯৭ জন ছাত্র-ছাত্রী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাধারণ জিপিএ-৫ এর জন্য এবং ‘ও’ লেভেল পরীক্ষায় ন্যূনতম ছয় বিষয়ে ‘এ’ গ্রেডপ্রাপ্ত ২ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করে। উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বাফওয়ার সহ-সভানেত্রী, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহধর্মিণী, বিমান সদরের পরিচালক, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। Ñআইএসপিআর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন