বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘অনুমতি ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান নয়’ শীর্ষক সংবাদে উলামায়ে কেরাম উদ্বিগ্ন

তাহফিজে হারামাইন পরিষদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ৬:৫৩ পিএম

তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ-এর সভাপতি মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কারী আবুল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম আনসারী, সাংগঠনিক সম্পাদক মুফতী জিয়াউল হক মজুমদার ও প্রচার সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল্লাহ এক যুক্ত বিবৃতিতে ‘অনুমতি ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান নয়’- শীর্ষক সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান কায়েম করা উলামায়ে কেরামসহ ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় দায়িত্ব। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান কায়েম করা, সহযোগিতা করা খুবই সওয়াবের কাজ। ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপারে শর্তারোপ করা সমীচীন নয়।

বিবৃতিতে তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনের ব্যাপারে শর্তারোপ করা হলে মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠার পথ সঙ্কুচিত হবে। আমরা ধর্মীয় প্রতিষ্ঠান কায়েমের ব্যাপারে শর্তারোপ না করে শর্তমুক্ত রাখার জন্য আহবান জানাচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন