মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

সিরিজ খেলতে ঢাকায় আফগান যুবারা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ১:৩৫ পিএম

পাঁচটি ওয়ানডে এবং একটি চার দিনের ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছেন আফগানিস্তানের যুবারা। শনিবার বিকেলে আসেন আফগান অনূর্ধ্ব ১৯ দলের একাংশ।

তিন ভাগে ভাগ হয়ে বাংলাদেশে আসছেন আফগান যুবারা। প্রথম ধাপে শনিবার বিকেলে ঢাকায় এসেছেন ৮ আফগান ক্রিকেটার। একই দিন রাতে আসার কথা আরও ছয়জনের। বাকিরা আসবেন রোববার।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু কাওসার৷

তিনি বলেন, ‘ওরা ৮ জন বিকেল পৌনে ৫টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে এসেছেন। আরও ছয়জন আসবেন রাতে। বাকিরা আগামীকাল।’

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি সিলেটে চলে যান আফগান ক্রিকেটাররা। সেখানে তিন দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। এরপর ৮ তারিখ থেকে অনুশীলনে নামবেন তারা।

৮ ও ৯ সেপ্টেম্বর অনুশীলন করে ১০ তারিখ থেকে শুরু হবে বিশ্বকাপজয়ীদের বিপক্ষে আফগান যুবাদের সিরিজটি।

এরপর ১২,১৪, ১৭ এবং ১৯ তারিখ মাঠে গড়াবে সিরিজের বাকি চারটি ওয়ানডে। ২০ এবং ২১ তারিখ বিরতি দিয়ে ২২ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের একমাত্র চার দিনের ম্যাচটি।

২৬ তারিখ ঢাকা ফিরে আসবেন আফগান যুবারা। ২৭ সেপ্টেম্বর দেশের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন