বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে স্বপ্নদলের হরগজ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

ভারতের পশ্চিমবঙ্গের স্বনামখ্যাত নাট্যসংগঠন থিয়েটার শাইন আয়োজিত সপ্তাহব্যাপী ‘ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১’-এর ভার্চুয়াল পর্বে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের নাট্যসংগঠন স্বপ্নদলের প্রশংসিত প্রযোজনা ‘হরগজ’। নাট্যাচার্য সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। আগামী ৭ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় (ভারত সময় সন্ধ্যা সাতটা) থিয়েটার শাইনের ফেসবুক পেজ ও ইউটিউিব চ্যানেল থেকে সম্প্রচার হবে ‘হরগজ’ প্রযোজনাটি। এ ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে বাংলাদেশ ছাড়্ওা ইরান এবং ভারতের নানাস্থানের পাঁচটি দর্শকনন্দিত নাট্যপ্রযোজনা অন্তর্ভুক্ত রয়েছে। প্রসঙ্গত, এবার নিয়ে স্বপ্নদলের ‘হরগজ’, ‘হেলেন কেলার’, ‘ডাকঘর’ ও ‘জাদুর প্রদীপ’ প্রভৃতি প্রযোজনা কোভিডকালের অনন্য-উদ্ভাবন আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালের ১২টি আসরে প্রদর্শিত হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন