মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বাংলাদেশে এসে করোনায় আক্রান্ত তিন আফগান যুবা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ৫:০৬ পিএম

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে কদিন আগে দুই ভাগে ঢাকা আসে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ঢাকা এসেই সিলেট চলে যায় সফরকারী দলটি। সফরের তিন দিনের মাথায় আফগান শিবিরে ছোবল বসিয়েছে করোনাভাইরাস। আফগান যুবাদের তিনজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। বিধি-নিষেধ থাকায় নাম না প্রকাশের শর্তে তিনি জানান, প্রথম করোনা পরীক্ষায় আফগাদের সবাই নেগেটিভ হয়। কিন্তু সোমবার দ্বিতীয় পরীক্ষায় তিনজন করোনা পজিটিভ হয়েছেন। তাদেরকে হোটেলেই আইসোলেশনে রাখা হয়েছে।

তিনি বলেন, '৪ সেপ্টেম্বর ঢাকা আসার পর তাদের করোনা পরীক্ষা করা হয়, তাতে সবাই নেগেটিভ হয়। কিন্তু দ্বিতীয় পরীক্ষায় তিনজন করোনা পজিটিভ হয়েছে। আমরা আশা করছি এটা ফলস পজিটিভ। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।

২১ দিনের এই সফরে আফগান যুবারা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫টি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শনিবার ঢাকায় এসে সরাসরি সিলেট চলে যায় আফগান যুব দল। সেখানে তিন দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নামার কথা তাদের।

অনুশীলন শেষে বাংলাদেশ যুবাদের বিপক্ষে সফরকারীরা প্রথম ওয়ানডে খেলবে ১০ সেপ্টেম্বর। বাকি ম্যাচগুলো ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ২২ থেকে ২৫ সেপ্টেম্বর একটি চারদিনের ম্যাচ খেলবে দুই দল। ২৬ সেপ্টেম্বর ঢাকায় ফিরে ২৭ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা দেবে আফগান যুবারা।

কাবুল থেকে সব ফ্লাইট বন্ধ থাকায় গত ৩১ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও আফগান যুব দলটি সময় মতো আসতে পারেনি। চার দিন পিছিয়ে বাংলাদেশে আসে তারা। আফগানিস্তান থেকে সড়ক পথে পাকিস্তানের পেশোয়ারে যায় আফগান যুব দল। সেখান থেকে দুবাই হয়ে ঢাকায় আসে তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন