শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কোহলি-রোনালদো ‘দুই ছাগল’!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

ইংল্যান্ডের ম্যানচেস্টারে যেন এখন চাঁদের হাট। একদিকে ভারত ও ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচের প্রস্তুতি, তো অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বিতীয়বার ম্যানচেস্টারে ইউনাইটেড জার্সিতে অভিষেক, দুই নিয়ে মেতে গোটা কাউন্টি। এই ঘটনায় নড়েচড়ে বসেছে বিশ্ববাসী।

তবে দুই তারকার এক শহরে থাকার ঘটনার খবরে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি সংবাদের শিরোনাম নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। দু’জন মহাতারকার একই শহরের অবস্থানের ঐতিহাসিক ঘটনার সংবাদে পত্রিকাটি কোহলি এবং রোনালদোর ছবি পাশাপাশি রেখে শিরোনামে লিখেছে, ‘দুই ছাগল এক সঙ্গে শহরে, ফুটছে ম্যানচেস্টার!’
আনন্দবাজার পত্রিকার সংবাদের এই ‘ছাগল’ এর উৎস পাওয়া গেল ম্যানচেস্টার ইউনাইটেডের একটি টুইটে। তারা কোহলি ও রোনালদোর আগমনের ঘটনায় ল্যাঙ্কারশায়ারের এক টুইটের জবাবে লেখে, ঙহব পরঃু, ঃড়ি এঙঅঞং’। কোনোভাবেই এখানে গোট অর্থ ছাগল নয় বরং ‘গ্রেটেস্ট অব অল টাইম’। জি, ও, এ এবং টি বর্ণগুলোর রয়েছে পৃথক অর্থ। এই শব্দগুলোকে সংক্ষেপে লিখেছে ক্লাবটি। তবে আনন্দবাজার পত্রিকা বিষয়টির শাব্দিক অর্থকেই প্রাধান্য দিয়ে ‘ছাগল’ লিখেই ঘটনাটিকে বর্ণনা করেছে।
উল্লেখ্য, প্রথমে ল্যাঙ্কাশায়ারের পক্ষ থেকে টুইট করে বলা হয়, ‘বর্তমানে ম্যাঞ্চেস্টারে বিরাট কোহলি ও ক্রিস্টিয়ানো রোনালদো দুইজনেই রয়েছেন। ইন্টারনেটে চাঞ্চল্য ছড়িয়ে ওল্ড ট্রোফের্ডে দুইজনের একটা ট্রেনিং সেশনের আয়োজন করলে কেমন হয়?’
জবাবে ম্যানচেস্টার ইউনাইটেডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে লেখা হয়, ‘এক শহরে দুই সর্বকালের সেরা।’ ল্যাঙ্কশায়ারের টুইটটি রিটুইট করে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ল্যাঙ্কাশায়ারের পক্ষ থেকে লেখা হয়, ‘আমরা তাহলে এটাকে হ্যাঁ হিসেবেই ধরছি।’
উল্লেখ্য, এরআগেও বিভিন্ন সময়ে অদ্ভূত সব শিরোনামের কারণে আলোচনায় এসেছে ভারতীয় মূলধারার পত্রিকাটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন