রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বাংলাদেশের মিশন আগামীকাল

প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ভারতের আহমেদাবাদে আজ উদ্বোধন হলেও বিশ্বকাপ কাবাডিতে আগামীকাল ম্যাটে নামছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। স্টার স্পোর্টস আসরের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে। সর্বশেষ ২০০৭ সালে মহারাষ্ট্রের প্যানভেলে অনুষ্ঠিত হয়েছিলো বিশ্বকাপ কাবাডি। ওই আসরে ব্রোঞ্জ জিতেছিল লাল-সবুজরা। এবারও পদক জয়ের লক্ষ্য নিয়েই তারা ভারত গেছে। ২০০৪ সালে মুম্বাইয়ে বসেছিলো বিশ্বকাপ কাবাডির প্রথম আসর। সেবারও ব্রোঞ্জপদক জিতেছিল জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এবারের আসরে শক্তিশালী পাকিস্তান ও শ্রীলংকা নেই বলেই পদক জয়ের স্বপ্নটা লম্বা হচ্ছে বাংলাদেশের। পাকিস্তানের বদলে থাইল্যান্ড এবং আমেরিকা অঞ্চল থেকে কানাডার পরিবর্তে আর্জেন্টিনা খেলবে এ আসরে। এই টুর্নামেন্টে ইউরোপ, আমেরিকা ও লাতিন আমেরিকার বেশ ক’টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ‘এ’ গ্রæপে বাংলাদেশ ছাড়াও রয়েছে চ্যাম্পিয়ন ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও আর্জেন্টিনা। অন্যদিকে ‘বি’ গ্রæপে খেলবে রানার্সআপ ইরান, থাইল্যান্ড, জাপান, আমেরিকা, কেনিয়া ও পোল্যান্ড। পদক জয়ের ধারাবাহিতা বজায় রাখতে ঢাকায় দু’মাস অনুশীলন করেছে বাংলাদেশ কাবাডি দল। গ্রæপে ভারত ছাড়া বাকি দলগুলোর বিপক্ষে জেতার প্রত্যাশা করছে তারা। যদিও সময়ের চেয়ে দ্রæত গতিতে এগিয়ে যাওয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে জেতাটা কঠিন হবে। ৮ই অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ইংল্যান্ড, ১১ই অক্টোবর রাত সাড়ে নয়টায় ভারত, ১৩ অক্টোবর রাত সাড়ে নয়টায় দক্ষিণ কোরিয়া, ১৭ অক্টোবর রাত সাড়ে নয়টায় অস্ট্রেলিয়া ও ১৯শে অক্টোবর রাত সাড়ে আটায় আর্জেন্টিনার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২১ অক্টোবর সেমিফাইনাল এবং পরদিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন