চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরে যাত্রীবাহ বাস থেকে জেলি পুশকৃত ৯৮০ কেজি বিষাক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। চাঁদপুর সদর উপজেলার হারিনা ফেরিঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে যাত্রীবাহী দু’টি বাস থেকে চিংড়িগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত চিংড়ি মাটিচাপা দিয়ে নষ্ট করা হয়।
খুলনার বিভিন্ন চিংড়ি ঘের থেকে চিংড়ি ক্রয় করে ওজন বাড়ানোর জন্য একটি চক্র জেলি পুশ করে থাকে। এসব জেলি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।
কোস্টগার্ড স্টেশন কমান্ডার সা: লেফটেন্যান্ট এম আতাহার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শরীয়তপুর ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস ‘দিদার ও কমফোর্ট পরিবহন’ হতে ৯৮০ কেজি জেলি পুশকৃত চিংড়ি (আনুমানিক মূল্য ৫ লাখ ৮৮ হাজার টাকা) জব্দ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গত তিন মাসে এ নিয়ে চাঁদপুরে ৭ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করে নষ্ট করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন