বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

লাফার্জ সুরমার আর্থিক বছর অপরিবর্তিত

প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আর্থিক বছর অপরিবর্তিত রাখবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ। অর্থাৎ কোম্পানির হিসাব বছর আগের মতো জানুয়ারি-ডিসেম্বরই থাকছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কমিশনার অর্থবিল-২০১৬-এর ৩৫ (জি) ধারা অনুযায়ী কোম্পানির হিসাব বছর জানুয়ারি-ডিসেম্বর রাখার অনুমোদন দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বিএসইসির ৫৭০তম সভায় ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান বাদে সকল তালিকাভুক্ত কোম্পানিগুলোকে একই অর্থ বছর অনুসরণ করার নির্দেশনা দেয়া হয়। অর্থাৎ জুলাই থেকে জুন আর্থিক বছর অনুসরণ করতে হবে, যা গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। কিন্তু নতুন হিসাববছর অনুসরণের এই শর্তে বিপাকে পড়ে বহুজাতিক কোম্পানিগুলো। কারণ বিদেশে অবস্থিত এদের মূল কোম্পানির হিসাব বছর ভিন্ন। এর সঙ্গে সহযোগী কোম্পানির হিসাব বছরের মিল না থাকলে মূল কোম্পানি তার সমন্বিত হিসাব তৈরি করতে পারবে না। তাই শুধু বহুজাতিক কোম্পানিগুলোর এই সমস্যার কথা বিবেচনা করে অভিন্ন হিসাব বছর অনুসরণের বাধ্যবাধকতা থেকে সরে এসেছে সরকার। -ওয়েবসাইট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন