মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাগেরহাটসহ উপকূল জুড়ে বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়া

গভীর নিম্নচাপের প্রভাবে মোংলা বন্দরে তিন নাম্বার সতর্ক সংকেত

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৬:২৩ পিএম | আপডেট : ৬:২৪ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২১

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরে তিন নাম্বার স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার ভোর থেকে বাগেরহাটসহ উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। রাতেও কোথাও কোথা ঝড়ো হাওয়া বয়ে যায়। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরের টানা বৃষ্টিতে বাগেরহাট জেলা সদরসহ নিম্নাঞ্চল প্লাবিত প্লাবিত হয়েছে। মোংলা ও রামপাল এলাকা ও কিছু কিছু চিংড়ি ঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তাই জাল ও নেট দিয়ে চাষীরা তাদের ঘেরের মাছ আটকে রাখতে কাজ করছেন।

এদিকে বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরে অবস্থানরত ৫টি সার ও ১টি চালের জাহাজের কাজ বন্ধ রয়েছে। মঙ্গলবার বন্দরে সার, চাল, ক্লিংকার, মেশিনারী ও গ্যাসবাহী ১৪টি বিদেশী বাণিজ্যিক জাহাজের অবস্থান রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন বলেন, বৃষ্টির কারণে সার ও চালের জাহাজের কাজ সাময়িক বন্ধ রয়েছে। বৃষ্টি কমলে আবারও খালাস ও পরিবহণের কাজ শুরু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন