ঢাকা আহ্ছানিয়া মিশনের কিশোর-কিশোরী ও যুব উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর-ঢাকার উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকার, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আদিল মোত্তাকীন, যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, থানা যুব উন্নয়ন কমকর্তা বেগম ইয়াসমীন। এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ও দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দ।
কিশোর-কিশোরী ও যুব উন্নয়ন প্রকল্পের টেকনিক্যাল অফিসার আরিফুল ইসলাম জানান, এডুকো বাংলাদেশের আর্থিক সহায়তায় দুই বছর মেয়াদী এই প্রকল্পটি ঢাকা ও নারায়ণগঞ্জ জেলায় বাস্তবায়িত হবে।
তিনি আরো জানান, এই প্রকল্পের মাধ্যমে ১১-২৪ বছর বয়সী ১০০০ কিশোর-কিশোরী ও যুবকদের সংগঠিত করে তাদের অধিকার আদায়ের জন্য উপযোগী করে গড়ে তোলা, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও নিরাপদ কর্ম-প্রবেশের সুযোগ সৃষ্টি করা হবে। সর্বোপরি এই কিশোর ও যুবকদের সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে উন্নয়শীল দেশের বাহক হিসেবে গড়ে তোলায় এই প্রকল্পের মূল লক্ষ্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন