শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সর্বকণিষ্ঠ মানেই বেলিংহাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম


বেসিকতাস-ডর্টমুন্ড ম্যাচে সর্বকনিষ্ঠ হিসেবে একটি রেকর্ড গড়েছেন জুড বেলিংহাম। ডর্টমুন্ডের ২-১ গোলে জয়ের ম্যাচে প্রথম গোলটি তার। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় (১৮ বছর ৭৮ দিন) হিসেবে অন্তত টানা দুই ম্যাচে গোলের রেকর্ড গড়লেন ইংলিশ মিডফিল্ডার। এর আগে গত মৌসুমে কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নেমে গোল করেছিলেন তিনি। দুই লেগ মিলিয়ে পরে ৪-২ ব্যবধানের জয় পেয়েছিল সিটিজেনরা।
বেলিংহাম এই রেকর্ড গড়তে পেছনে ফেললেন পিএসজি তারকা এমবাপ্পেকে। ২০১৭ সালের মার্চে মোনাকোর হয়ে ১৮ বছর ৮৫ দিন বয়সে রেকর্ডটি গড়েছিলেন ফরাসি তারকা। ৭ দিন কম বয়স নিয়ে সেই রেকর্ড নিজের করে নিলেন বেলিংহাম। ম্যাচটা বেসিকতাসের মাঠে হওয়ায় সর্বকনিষ্ঠ হিসেবে আরও একটি রেকর্ড গড়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়েছেন প্রতিপক্ষের মাঠে। এর আগে রেকর্ডটি ছিল ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের। ২০১৭ সালে ১৯ বছর ১০ দিন বয়সে মারিবোরের মাঠে কীর্তিটি গড়েছিলেন তিনি।

এক নজরে ফল
বাসিকতাস ১-২ ডর্টমুন্ড
শেরিফ ২-০ শাখতার
ইন্টার ০-১ রিয়াল মাদ্রিদ
অ্যাট.মাদ্রিদ ০-০ পোর্তো
ক্লাব ব্রæগ ১-১ পিএসজি
লিভারপুল ৩-২ মিলান
ম্যানসিটি ৬-৩ লাইপজিগ
স্পোর্তিং ১-৫ আয়াক্স

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন